খােলাবাজার ২৪,বৃহস্পতিবার ,১৮জুলাই,২০১৯ঃ বানারীপাড়া প্রতিনিধি ঃ বানারীপাড়ায় “সম্মিলিত প্রচেষ্টায় নারীর প্রতি সহিংসতা হ্রাসকরন প্রকল্পের” সমাপনী সভা বেসরকারী সংস্থা লাভ দাই নেইবার(এলটিএন) এর ঊদ্যোগে এবং দাতা সংস্থা একশন এইড সহযোগিতায় গতকাল বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এলটিএন এর নির্বাহী পরিচালক মাহমুদা বেগম এর সভাপতিত্বে প্রকল্প সমাপনী সভায় প্রধান অতিথি ওসি (তদন্ত) মোঃ জহিরুল ইসলাম। আলোচনায় অংশ নেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপিকা সেন, সমবায় কর্মকর্তা আফসানা সাকী, প্রেস ক্লাব সভাপতি ্রও এনজিও পরিষদের সম্পাদক এস মিজানুল ইসলাম, পৌর কাউন্সিলর ও প্রভাষক মোঃ ইমাম হোসেন, তথ্য কর্মকর্তা ফায়জুন্নেচ্ছা, উপসহকারী কৃষি কর্মকর্তা জালিস মাহমুদ প্রমূখ। সভায় ১০মাসের প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করা হয়।