Wed. Oct 22nd, 2025
Advertisements

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার ,১৮জুলাই,২০১৯ঃ ওয়াসার ১১টি খাতে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। আর তা প্রতিরোধে ১২ দফা প্রস্তাব দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করা হয়। এটি সরকারের অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দুর্নীতির ১৪তম প্রতিবেদন। মোট ২৫টি প্রতিষ্ঠানের ওপর প্রতিবেদন তৈরি করবেন দুদক।

দুদকের প্রতিবেদন গ্রহণ করে স্থানীয় সরকার মন্ত্রী জানান, কোনো কর্মকর্তা দুর্নীতির সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় দুদক কর্মকর্তারা বলেন, তাদের প্রতিবেদন বস্তুনিষ্ঠ। তাই দুদকের প্রস্তাব আমলে নিলে প্রতিষ্ঠানটিকে দুর্নীতি মুক্ত করা সম্ভব।

দুদকের সুপারিশ আমলে নেয়ার আশ্বাস দেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, দুর্নীতি বরদাস্ত করা হবে না। সরকারের কোনও কর্মকর্তা-কর্মচারী এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে বিচার করা হবে।