Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,বৃহস্পতিবার ,১৮জুলাই,২০১৯ঃ  রাজশাহীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে আসামি আয়নাল হকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ওএইচএম ইলিয়াস হোসাইন দুপুরে এই রায় দেন। দন্ডপ্রাপ্ত আয়নাল হক রাজশাহীর পবা উপজেলার বায়া ভোলাবাড়ি গ্রামের বাসিন্দা। ২০১৬ সালের ১৭ এপ্রিল সকালে পারিবারিক কলহের জেরে স্ত্রী সাফিয়া বেগমকে বাড়ির সামনে হাঁসুয়া ও ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। এর মরদেহের পাশেই তিনি বসে ছিলেন। পুলিশ গিয়ে তাকে সেখান থেকে আটক করে।