Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,শুক্রবার ,১৯জুলাই,২০১৯ঃ  ডেঙ্গু মোকাবিলায় সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে উত্তর সিটি করপোরেশন। শুক্রবার (১৯ জুলাই) সকালে ডিএনসিসির উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়ে মেয়র আতিকুল ইসলাম এ কথা জানান। সতর্ক থাকার পাশাপাশি, উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে সহায়তার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নগরজুড়ে জেঁকে বসেছে ডেঙ্গু। তাই সচেতনতা তৈরিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজন করে শোভাযাত্রার। সকাল সাড়ে ১০টার কিছু পরে শুরু হওয়া শোভাযাত্রায় অংশ নেন মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের সদস্য, জাতীয় দলের ক্রিকেটার, চলচ্চিত্রশিল্পী, সঙ্গীতশিল্পীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। উত্তর সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল এসে যুক্ত হয় শোভাযাত্রায়।

রাজধানীজুড়ে এডিসের তাণ্ডব রুখতে যার যার অবস্থান থেকে কাজ না করলে সাফল্য আসবে না বলে মন্তব্য প্রশাসনের।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ডেঙ্গু মোকাবেলার জন্য মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্ন যে দুটো ডিপার্টমেন্ট আছে তাদের সবার ছুটি বাতিল করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সব ধরনের প্রচেষ্টা চলছে। যতদিন ডেঙ্গু সম্পূর্ণ নিধন করা যাচ্ছে না ততদিন আমরা কর্মসূচি অব্যাহত রাখব।

এদিকে ডেঙ্গু মোকাবিলায় দুই সিটির একসঙ্গে কাজ করার কথা থাকলেও এই আয়োজনে ছিল না দক্ষিণের কোনো সম্পৃক্ততা।