Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, শনিবার ,২০জুলাই,২০১৯ঃ আপনার প্রিয় ফোনটি পানিতে পড়ে গেছে? চিন্তিত হওয়া স্বাভাবিক। এই সময় মাথায় হাত দিয়ে বসে পড়া ছাড়া আর বিশেষ কিছু করার থাকে না। অথচ পানিতে পড়া ফোনটি বাঁচাতে পারবেন অনায়াসেই যদি আপনি কিছু জিনিস এড়িয়ে চলেন।

বর্তমান যুগে অনেক প্রয়োজনীয় জিনিস থাকে এসব ফোনে। কর্মস্থল থেকে শুরু করে ব্যক্তিগত সবকিছুই রয়েছে এই ফোনে। সিমকার্ড, মেমোরিকার্ড- এরকম অতি প্রয়োজনীয় জিনিসও রয়েছে, যা ছাড়া চলা একদমই সম্ভব নয়।

এবার জেনে নিন পানিতে পড়া ফোনের বেলায় যে জিনিসগুলো করবেন না:

* পানিতে পড়ে যাওয়া ফোনটি শুকানোর জন্য ভুলেও হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। অতিরিক্ত গরমে ফোনের ভেতরের যন্ত্রাংশ গলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

* ভেজা ফোনটি কখনও দেওয়ালে লাগানো চার্জারের পয়েন্টের সঙ্গে যুক্ত করবেন না। এতে তড়িতাহত হওয়ার ভয় রয়েছে।

* ৩.৫ মিমি হেডফোনের সঙ্গেও যুক্ত করবেন না আপনার ভেজা ফোনটি। এ ক্ষেত্রেও তড়িতাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

* এই সময় কোন মতেই আপনার ফোনে লাগানো সিম কার্ডটি খুলবেন না। এতে সিম খোলার সময় পানি ঢুকে যেতে পারে।

* ভেজা ফোনটি ব্যবহার করবেন না। সবার আগে সেটিকে সুইচ অফ করুন।

* পানি ঝাড়ার জন্য ফোনটি এদিক-ওদিক অপ্রয়োজনীয় ভাবে নাড়াবেন না। এতে ফোনের ভেতর পানি ঢুকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

* ফোনের ব্যাটারি খুলে রাখবেন না কোনও মতেই।

* ফোন সার্ভিস সেন্টারে নিয়ে গেলে টেকনিশিয়ানকে সবিস্তারে জানান। আপনার ফোনে কতটা পানি ঢুকতে পারে, ফোনটি কিভাবে পানিতে পড়ে গেল সে বিষয়ে জানাবেন। নয়তো সঠিক তথ্যের অভাবে টেকনিশিয়ান ফোনের আরও অনেক বেশি ক্ষতি করে দিতে পারে।

* ফোনের পাশে যেসব পাওয়ার বাটন, ভলিউম বাটন রয়েছে সেগুলো অকারণে ঘাঁটাঘাটি করবেন না। এতে পানি ভেতরে চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়।