Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪, শনিবার ,২০জুলাই,২০১৯ঃ পায়রা উড়িয়ে খাঁচায় পাখি প্রদর্শনীর উদ্বোধন করছেন ঝালকাঠির পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির

ঝালকাঠিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে কেইস বার্ড বা খাঁচায় পাখির প্রদর্শনী।

শুক্রবার সকালে শহরের উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এর আয়োজন করা হয়।ঝালকাঠির পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির ফিতা কেটে ও পায়রা  উড়িয়ে এ প্রদর্শনীর উদ্বোধন করেন।কেম্বাইন্ড পেটস অ্যান্ড বার্ডস বরিশাল এর আয়োজন করে। এ পাখি প্রদর্শনীতে দেশের সেরা দুটি পাখি প্রদর্শনী সংগঠন অ্যাভিয়েন কমিউনিটি অব বাংলাদেশ ও বার্ডস রিগার সোসাইটি অব বাংলাদেশ অংশ নিয়েছে। এতে বিভিন্ন জেলার ও স্থানীয় প্রায় দুইশ পাখি পালনকারী অংশ নিয়েছে।জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম আনিসুর রহমান পলাশ, কেম্বাইন্ড পেটস অ্যান্ড বার্ডস সভাপতি মামুনুর রশিদ রনি, বিশিষ্ট সমাজসেবক রাজিবুল হক ও মোস্তাফিজুর রহমান রিংকু।