Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
khelar
খােলাবাজার ২৪, শনিবার ,২০জুলাই,২০১৯ঃ বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির সর্বোৎকৃষ্ট উদাহরণ বলে দাবি করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম। সম্প্রতি পিরোজপুরের নাজিরপুর উপজেলার চর বানিয়ারি গ্রামের প্রিয়া সাহা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে যে অভিযোগ করেছেন এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী তার নিজ বাসভবনে সাংবাদিকদের একথা বলেন। ব্যক্তি স্বার্থ হাসিলের জন্যই প্রিয়া সাহা পুরো বাংলাদেশ নিয়ে বিদেশিদের কাছে মিথ্যাচার করেছেন বলেও বলেন মন্ত্রী।  

নাজিরপুরের স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দও প্রিয়া সাহার মিথ্যাচারের বিষয়টি নিয়ে খুবই বিব্রত। তাদের দাবি, পিরোজপুরের নাজিরপুরে হিন্দুদের নির্যাতনের কোনো ঘটনা ঘটে নাই। তারা সম্প্রীতির মধ্য দিয়েই নাজিরপুরে শান্তিতে বসবাস করছেন।

নাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার বলেন, নাজিরপুরে মোট জনসংখ্যার প্রায় অর্ধেক হিন্দু সম্প্রদায়ের। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের ওপর বর্বর নির্যাতন চললেও, নাজিরপুরে এর তেমন কোনো প্রভাব পড়েনি।