
খােলাবাজার ২৪, শনিবার ,২০জুলাই,২০১৯ঃ এমনও হয়। অনন্যা হয়তো এদেরই বলা হয়। শুধু সন্তানের জন্ম নয়- দৃঢ়প্রতিজ্ঞ তরুণী ফ্যাতোমাতা কৌরোমা কোন্ডে নিজের পরীক্ষা শেষ করেছেন, যেটা নিয়ে প্রায় এক বছর ধরে প্রস্তুতি নিয়েছিলেন তিনি। ১৮ বছরের ওই তরুণী গিনির পূর্ব মামো এলাকার বাসিন্দা। হাই স্কুল ডিপ্লোমা পরীক্ষার আগেই সন্তানসম্ভবা হয়ে পড়েন তিনি। কিন্তু পরীক্ষায় তাকে বসতেই হবে। পদার্থবিদ্যা পরীক্ষার দিনই প্রসব বেদনা শুরু হয় তার। স্থানীয় হাসপাতালে যান তিনি। সেখানেই ১০ মিনিটের মধ্যে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। পরীক্ষার হল থেকেই হাসপাতালে গিয়েছিলেন তিনি। মোট ৪০ মিনিটের মধ্যেই ছেলের জন্ম দিয়ে ফের পরীক্ষার ডেস্কে ফিরে আসেন তিনি।