খােলাবাজার ২৪, রবিবার ,২১জুলাই,২০১৯ঃ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর মধ্যে ১৮-০৭-২০১৯ তারিখ, বৃহস্পতিবার তিতাস গ্যাস এর প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় তিতাস গ্যাস এর গ্রাহকরা বিডিবিএল এর বৃহত্তর ঢাকা এবং ময়মনসিংহ অঞ্চলের যে কোন শাখায় তিতাস গ্যাসের বিল জমা দিতে পারবেন। বিডিবিএল এর জেনারেল ম্যানেজার পরিতোষ সরকার এবং তিতাস গ্যাস এর জেনারেল ম্যানেজার ও কোম্পানী সচিব মাহমুদুর রব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় তিতাস গ্যাস এর ব্যবস্থাপনা পরিচালক (অতিঃ দায়িত্ব) মোঃ মোস্তফা কামাল, পরিচালক (অর্থ) মোঃ শরীফুর রহমান ও বিডিবিএল এর ডিজিএম মোঃ নজরুল ইসলাম সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ¦তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।