খােলাবাজার ২৪, রবিবার ,২১জুলাই,২০১৯ঃ ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধিঃ ইন্দুরকানী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা ফায়জুলকবির তালুতদারের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় কমিটি। বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নেন।
ফায়জুলকবির তালুকদার উপজেলা বিএনপির কান্ডারি হিসেবে পরিচিত,ফায়জুল কবির তালুকদার মানেই উপজেলা বিএনপির আশ্রয়স্থল। তার বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ায় উপজেলা বিএনপির নেতা কর্মিদর মাঝে চাঞ্চল্লতা ফিরে এসেছে।
তিনি ছাড়া উপজেলা বিএনপি চিন্তা করা যায়না তাই আগামী কমিটিতে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে ফাইজুল কবির তালুকদারকে দেখতে চায় ইন্দুরকানী উপজেলা তৃণমূল বিএনপি। তারপরিবার ইন্দুরকানী উপজেলার সর্ব সাধারণের কাছে অত্যন্ত জনপ্রিয়,এবং দলমত র্নিবিশেষে সকলের আশ্রায়স্থল। তিনি ছাত্র জীবন থেকে বাংলাদেশ জাতিয়তাবাদি দল বিএনপির রাজনিতে আছে এবং আমৃত্যু এখানেই থাকতে চান তিনি জানান আমি যতদিন বাচবো শহিদ জিয়ার আর্দশ নিয়েই বাচব, তিনি এখনও ডজন খানেক রাজনৈতিক মামলায়,প্রায় সপ্তায় কোর্টে হাজিরা দিতে হয়।
এবিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ফাইজুল ইসলাম তালুকদারের দলের প্রথমিক সদস্য পদ সহ তার বহিষ্কার আদেশ দেশ নেত্রী খালেদা জিয়ার র্নিদেশ ক্রমে প্রত্যহার করে নিয়েছে কেন্দ্রিয়কমিটি, বর্তমান উপজেলা কমিটি বিলুপ্ত, কিন্তু ফায়জুল কবির পিরোজপুর জেলা কমিটির সদস্য,তাই তিনি পূর্ণাঙ্গ ভাবেই ফিরে এসেছেন।