খােলাবাজার ২৪, রবিবার ,২১জুলাই,২০১৯ঃ পিরোজপুর জেলা প্রতিনিধিঃ পিরোজপুর জেলা কাউখালী উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী ২৫শে জুলাই।
এই নির্বাচন অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ ও সন্ত্রাস মুক্ত প্রভাবমুক্ত করার লক্ষ্যে দুই জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আজ পিরোজপুর প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলন করেন।
চশমা মার্কা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম তালুকদার ও আনারস মার্কার প্রার্থী পলাশ শিকদার, তার সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ সহধর্মিনী জাতীয় পার্টি-জেপির সাইকেল মার্কার মনোনীত প্রার্থী এলিজা সাইয়েদ। ভোট কারচুপির মাধ্যমে তাদেরকে পরাজিত করতে পারে তাই তারা আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন।