Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, মঙ্গলবার ,২৩জুলাই,২০১৯ঃ   বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি: (বিডিবিএল) কর্তৃক ২২ জুলাই, ২০১৯ তারিখে “1)  Anti-Money Laundering & Combating Financing of Terrorism; (2) IT Security & Fraud Prevention in Banks”” শীর্ষক চারদিন ব্যাপী এক ট্রেনিং কোর্স-এর আয়োজন করা হয়। ব্যাংকের কারওয়ান বাজারস্থ ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত কোর্সটি উদ্বোধন করেন ব্যাংকের জেনারেল ম্যানেজার (এডমিন) মোঃ আব্দুল বাকী। এ সময় ট্রেনিং ইনস্টিটিউট এর প্রধান এজিএম রুবিনা ইয়াসমিন খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।