Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার ২৪, বুধবার,২৪জুলাই,২০১৯ঃ  ক্ষেতে ট্রাক্টর দিয়ে চাষ করছিলেন এক কৃষক। হঠাৎ ছোট্ট একটা পাখি পথ আগলে দাঁড়ায় তার, কিছুতেই সামনে এগোতে দেবে না। একটুখেয়ালকরতেই বুঝলেন আসল ঘটনা।

ক্ষেতের মধ্যে ডিমে তা দিচ্ছিল ওই মা পাখিটি। এ কারণে, ওই পথে দৈত্যাকার(!) ট্রাক্টর আসতে দেখে ডানা মেলে পথ আগলে দাঁড়ায় সে। যেভাবেই হোক, সন্তানদের রক্ষা করতে হবে!

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে এ ভিডিওটি

জানা যায়, সম্প্রতি চীনের ইউলানকাব শহরে ঘটেছে এ ঘটনা।

ওই কৃষক পাখিটিকে দেখে শুধু ট্রাক্টরই থামাননি। গরমের কথা চিন্তা করে, তার বাসার কাছে গর্ত খুঁড়ে পানির বোতলও বসিয়ে দিয়েছেন তিনি।

টুইটারে ভিডিওটি প্রায় ৩১ হাজারবার দেখা হয়েছে। রিটুইট করেছেন শত শত মানুষ।