Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার ২৪, বৃহস্পতিবার,২৫জুলাই,২০১৯ঃজাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :  নীলফামারীর ডিমলায় মনোমিতা (৩) ভূইমালি নামের এক শিশুর পানিতে পড়ে মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার সদরের শিব-মন্দির পাড়ার মনোরঞ্জন ভূইমালির একমাত্র কন্যা সন্তান।। কোমলমতি শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সরেজমিনে গিয়ে শিশুটির পরিবার সুত্রে জানা যায়, মনোমিতা প্রতিদিনের ন্যায় আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বাড়ির পাশে খেলতে গেলে নিঁচু জমিতে বৃষ্টির জমে থাকা পানিতে মুখ থুবড়ে পরে। এলাকাবাসী তাকে পানিতে পড়ে থাকা দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত ডিমলা সদর হাসপাতালে নিলে সেকানকার কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদুজ্জামান রাশেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিমলা সদর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার।

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ ঘটনার বিষয়ে নিশ্চিত করে বলেন, শিশুটি পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

শিশু মৃত্যুর বিষয়টি জানতে পেরে সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারকে সমবেদনা জানান উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্রনাথ রায় নিরু।