Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার ২৪,শনিবার ,২৭জুলাই,২০১৯ঃ  হজ পালন করতে গিয়ে সৌদিতে গত বৃহস্পতিবার পর্যন্ত ১৬ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। বার্ধক্যজনিত, হৃদরোগে আক্রান্ত হওয়াসহ বিভিন্ন কারণে তাদের মৃত্যু হয়েছে বলে সূত্র জানায়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ২ জন নারী রয়েছে। মৃতদের মধ্যে ১৩ জন মক্কায়, ২ জন মদিনায় এবং ১ জন জেদ্দায় মৃত্যুবরণ করেছেন।

সর্বশেষ বৃহস্পতিবার মক্কায় মৃত্যুবরণ করেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ফয়েজ উল্লাহ (৬৫)। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন মক্কার হজ কাউন্সিলর মাকসুদুর রহমান।

উল্লেখ্য, বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৮১১ জন হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৬০৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ২০৭ জন সৌদিআরব গেছেন।