Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খোলাবাজার ২৪,শনিবার ,২৭জুলাই,২০১৯ঃ  নাইজেরিয়ার পার্লামেন্টে ভবন সাপ থেকে দৌড় দিলেন সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (২৫ জুলাই) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি প্রাদেশিক পার্লামেন্ট ভবনে এ কাণ্ড ঘটেছে।

ওনদো প্রদেশের আইনপ্রণেতাদের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে ওলুগবেঙ্গা ওমোলে বলেন, ‘আমরা যখন অধিবেশনের জন্য পার্লামেন্ট কক্ষে ঢুকি, দেখি, একটা বিরাট সাপ ভেতরে ঘুরে বেড়াচ্ছে। এরপর আইনপ্রণেতাদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। যদিও কেউ সাপের দ্বারা ক্ষতিগ্রস্ত হননি।’

জানা গেছে, সাপটি অধিবেশনকক্ষের ছাদ থেকে মেঝেতে আছড়ে পড়েছিল। পরে সেটিকে মেরে ফেলা হয়। এএফপি জানিয়েছে, অর্থের অভাবে পার্লামেন্ট ভবনের সংস্কারকাজও ঠিকমতো হচ্ছে না। তাই সাপ ওখানে আশ্রয় নিতে পেরেছিলো।

এ ঘটনায় অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পুরো সংস্কারকাজ শেষ না হলে এবং নিরাপত্তা জোরদার না হলে আইনপ্রণেতারা ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন।