
খোলাবাজার ২৪,শনিবার ,২৭জুলাই,২০১৯ঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হয়ে এবার প্রাণ হারালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। তার নাম ফিরোজ কবীর স্বাধীন। সে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ফিন্যান্স ডিপার্টমেন্টের ছাত্র ও বঙ্গবন্ধু হলের ৪১৪ নং কক্ষে থাকতো।তার বন্ধু জানান, গত কয়েক দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় স্বাধীন পরে হাসপাতালে ভর্তি হয়। শুক্রবার (২৬জুলাই) সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে সে মারা যায়।
বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মফিজুর রহমান আমার সংবাদকে বলেন, ‘আমি শুনে অত্যান্ত মর্মাহত হয়েছি যে আমাদেরই একটি সন্তানের মত ছাত্র এভাবে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। আমরা ডেঙ্গু নিধনে যথাযথ ব্যবস্থা নিচ্ছি। শিক্ষার্থীদেরকেও আরো সচেতন হওয়ার জন্যে বলছি’।
এর আগে, ঢাকার যাত্রাবাড়ি এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তানিয়া সুলতানা নামের একজন নারী চিকিৎসক ও হবিগঞ্জের সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন নিহত হয়েছেন।
উল্লেখ্য, ডেঙ্গুর প্রকোপ কমাতে শুক্রবার বিকাল থেকে ক্যাম্পাস ও বিভিন্ন হল আঙিনায় মশার ঔষধ দেয়া হয়েছে। কিন্তু ইতোমধ্যেই বিভিন্ন হলের অসংখ্য শিক্ষার্থী ডেঙ্গু জ্বরে আক্রান্ত।
বিজয় একাত্তর হলে এক আবাসিক শিক্ষার্থী হিমেল জানান, তার হলেরও অনেক শিক্ষার্থী আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের প্রতি মুহুর্ত অনিশ্চয়তায় কাটছে কারণ মশা নিধনে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।