Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খোলাবাজার ২৪,শনিবার ,২৭জুলাই,২০১৯ঃ গরমে-বৃষ্টিতে স্যাঁতসেঁতে একটা আবহাওয়া চারপাশে। অনেক সময় বাইরে গেলে বৃষ্টিতে ভিজে কয়েক ঘণ্টা সেই পোশাকে থাকতে অস্বস্তি লাগে। আবার গরমে থাকলে ঘামের দুর্গন্ধও অস্বস্তির। এসব অস্বস্তি থেকে মুক্তি পেতে আমরা ব্যবহার করি বিভিন্ন সুগন্ধি।

বাজারের কেমিক্যাল সমৃদ্ধ সুগন্ধি ব্যবহারেও টেনশনে থাকেন অনেকে। কারণ প্রসাধন সামগ্রীটি নকল হলে বডি স্প্রে-তে থাকা ক্ষতিকারক রাসায়নিক থেকে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে৷ তাহলে উপায়? খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন পছন্দের ফ্লেভাবের বডি স্প্রে৷

যা যা লাগবে

স্প্রে বোতল একটি
১/ অ্যাপল সিডার ভিনিগার-আধা কাপ চামচ
২/ ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল-এক চা চামচ
৩/ গোলাপ জল-আধা কাপ।

যেভাবে বানাবেন
একটা কাপে অ্যাপল সিডার ভিনিগার ও ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন৷ এবার এর মধ্যে রোজ ওয়াটার মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন৷
স্প্রে করার আগে ভালো করে ঝাঁকিয়ে নিন৷ এই স্প্রে শরীরের দুর্গন্ধ ও অস্বস্তি দূর করে আপনাকে রাখবে আরও আত্মবিশ্বাসী।