Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন প্রিয়া সাহা যে মিথ্যা তথ্য দিয়েছে ট্রাম্পের কাছে তা কি গুজব? তিনি ওখানে কি করে গেলেন? প্রিয়া সাহার কথা রাষ্ট্রদ্রোহিতার সামিল বললেও তার বিরুদ্ধে কোন ব্যাবস্থা না নেয়া রহস্য জনক।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জিয়া পরিষদ, কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রিয়া সাহার বক্তব্যের মধ্যে গভীর ষড়যন্ত্র আছে, এর পেছনে সরকার জড়িত। এটা তাকে দিয়ে করানো হয়েছে। সরকার অস্বাভাবিক হওয়ায় দেশে অস্বাভিক ঘটনা ঘটছে মন্তব্য করে মোশাররফ বলেন, দেশ এবং জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সরকার এটা প্রশ্রয় দিচ্ছে সরকার।

মোশাররফ হোসেন বলেন, জনপ্রিয়তা না থাকার কারণেই ক্ষমতা ধরে রাখতে ভোট ডাকাতি করছে সরকার। তাই প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে বলে তথাকথিত সংস্থায় যে তথ্য প্রকাশ করা হয়েছে তা হাস্যকর।