Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার ২৪,শনিবার ,২৭জুলাই,২০১৯ঃ  আজ ২৭ জুলাই ২০১৯ ইং তারিখ হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর প্রধান কর্যালয়ে ড. হাকীম মো: ইউছুফ হারুন ভূঁইয়া মিলনায়তনে মোতাওয়াল্লী সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মোতওয়াল্লী সমিতির মহাসচিব অধ্যক্ষ ড. মোঃ আলমগীর কবীর পাটোয়ারীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো: ইউছুফ হারুন ভূঁইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোতাওয়াল্লী ও হামদর্দ বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া রাসেল, মোতাওয়াল্লী আলহাজ¦ ইসহাক আলী (সেন্টু), মোতাওয়াল্লী সৈয়দ মোঃ মাসুদুল হক, মোতাওয়াল্লী মোঃ দিলশাদ হোসেন ও মোতাওয়াল্লী মোঃ বেলালসহ সারা দেশ থেকে আগত মোতাওয়াল্লীবৃন্দ। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ওয়াক্ফ স্টেট ও মোতাওয়াল্লীদের ভূমিকা এবং বিভিন্ন সমস্যা ও উহার সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়।