Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার ২৪,শনিবার ,২৭জুলাই,২০১৯ঃ ডিয়াগো কস্তার ঝলকে বিধ্বস্ত হয়েছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। সাবেক চেলসি তারকা একাই করেছেন চার গোল। নতুন রোনালদো খ্যাত জোয়াও ফেলিক্স গোল করেছেন অ্যাথলেটিকোর হয়ে। নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে ৭-৩ ব্যবধানে হরিয়েছে ডিয়াগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদ।

নতুন মৌসুম শুরুর আগে ইউরোপের শীর্ষ দলগুলো ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে অংশ নেয়। মৌসুম শুরুর আগে খেলোয়াড়দের দেখে নেওয়ার সুযোগ ক্লাবগুলোর। সবদলই পরিক্ষা-নিরিক্ষা সেরে নেয়। মূল আসরে কেমন দল সাজাবে, কিভাবে ছক কাটবে ঠিক করে নেয়। উঠতি তারকা কিংবা ক্লাব বদল করে আসা ফুটবলারদেরও দলের সঙ্গে এটা মানিয়ে নেওয়ার সুযোগ। তাই বলে রিয়াল পরিক্ষা নিরিক্ষা করতে গিয়ে সাত গোল খাবে? এটা মানতে পারছেন না কেউ। রামোস যেমন বলেছেন, রিয়ালের এভাবে হারা উচিত নয়।

নিউ জার্সিতে শুক্রবার রাতে ম্যাচের প্রথমার্ধে রিয়াল মাদ্রিদের জালে পাঁচ গোল দেয় অ্যাথলেটিকো। ম্যাচের প্রথম মিনিটেই গোল করেন স্পেন স্ট্রাইকার ডিয়াগো কস্তা। কিছু বুঝে ওঠার আগেই থিবো কর্তোয়ার জালে সাত মিনিটের মাথায় দ্বিতীয় গোল দেন রেকর্ড দরে পর্তুগালের ক্লাব থেকে অ্যাথলেটিকোয় আসা ফেলিক্স। রিয়ালের জালে গোল করে তিনি জানিয়ে দিলেন, স্পেনের রাজধানীতে আরেক রোনালদো এসে গেছে।

ম্যাচের বয়স ১৯ মিনিট হতেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ডিয়াগো সিমিওনের দল। এবার গোল করেন আন্দ্রে কোরেইরা। সেই ফাঁড়া কাটতে না কাঁটতেই ম্যাচের ২৮ মিনিটে আবার কস্তার গোল। প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রাজিলের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলা স্পেনের এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার গোল করেন তিনি। ৫১ মিনিট তার গোলে ৬-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়ালের লিগ প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদ।

এরপর ম্যাচের ৫৯ মিনিটে ন্যাচো গোল করে ব্যবধান কমান। দশ মিনিট বাদে ‘সেভেন আপ’ হয় রিয়ালের। পরে ৮৫ এবং ৮৯ মিনিটে করিম বেনজেমা এবং জাভি হার্নান্দেজ গোল করলে হারের ব্যবধান কমে রিয়ালের। প্রি-সেশনে রিয়ালের এমন হার জেগে ওঠার ডাক। এর আগে চ্যাম্পিয়নস কাপে বায়ার্নের কাছে হেরেছে লস ব্লাঙ্কোসরা। রিয়ালে নতুন মেয়াদে ফিরে আসা জিদানকে দ্রুতই এই ধাক্কা সামলে উঠতে হবে।