
সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ভাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, কাশিয়ানীর ভাটিয়া পাড়া মোড়ে একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। আহত হন কমপক্ষে ১৫ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।