
খোলাবাজার ২৪,সোমবার,২৯জুলাই,২০১৯ঃ ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট রুখতে এবার আরও তৎপর হলো কর্তৃপক্ষ। ইমেল নয়, ছবি ও সক্রিয় মোবাইল ফোন নম্বর দিলে তবেই খোলা যাবে ফেসবুক অ্যাকাউন্ট।ফেসবুকের তরফে জানানো হয়েছে মুলত ভুয়ো ব্যবহারকারীদের আটকাতেই এই পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।
দিনরাত ফেসবুকে ঢুঁ মেরে ঘুরে আসাই নেশা হয়ে দাঁড়িয়েছে সব প্রজন্মের। শত ব্যস্ততার মধ্যেও ফেসবুক ওয়াল যেন বিনোদনের মাধ্যম। এ থেকে ফেসবুক জুড়ে ছড়িয়ে পড়েছে বহু ভুয়া ব্যবহারকারী। যাদের ভিড়ে আসল অ্যাকাউন্ট খুঁজে পাওয়া কঠিন।
অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, ছবি ব্যবহার না করে কেবল ইমেল আইডি দিয়েই অ্যাকাউন্ট চালু করতেন ভুয়ো ব্যবহারকারীরা। তাদের রুখতেই এবার নয়া পদক্ষেপ নিল ফেসবুক।
জানা গেছে, আগামীতে লগ ইন করতে হলে প্রথমে একটি চালু ফোন নম্বর চাইবে ফেসবুক। এরপরই আসল ছবি দিয়ে লগ ইন করতে বলা হবে। সেই সঙ্গে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রেও বাধাপ্রাপ্ত হবেন একজন ব্যবহারকারী।
এর আগেও ভুয়া অ্যাকাউন্ট রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে ফেসবুক। সুফলও মিলেছে কিন্তু তাতেও নির্মূল হয়নি সমস্যা। তবে এই পদক্ষেপ কার্যকরী হলে ভুয়া অ্যাকাউন্ট তৈরি ও তার ব্যবহার রোধ সম্ভব হবে বলেই মনে করছেন সবাই।