Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
কাবুলে ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর অফিসের সামনে হামলায় নিহত ২০

খোলাবাজার ২৪,সোমবার,২৯জুলাই,২০১৯ঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে রোববার এক ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর অফিসের সামনে আত্মঘাতী বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও অর্ধশত মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। খবর ডেইলি সাবাহর।

আফগান সরকার এক বিবৃতিতে সোমবার জানায়, ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আমরুল্লাহ সালেহর কার্যালয়ের সামনে ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

আফগান প্রেসিডেন্ট আসরাফ গনির সহযোগী ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আমরুল্লাহ সালেহও হামলায় আহত হয়েছেন। দুই মাসব্যাপী নির্বাচনী প্রচারের শুরুতেই হামলার শিকার হলেন তিনি। আগামী ২৮ সেপ্টেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী বা জঙ্গিগোষ্ঠী এ হামলার দায়স্বীকার করেনি। হামলাস্থল থেকে দেড় শতাধিক মানুষকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।