Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার ২৪,সোমবার,২৯জুলাই,২০১৯ঃ আমদানি করা মশার ওষুধ দুইটি কোম্পানির কাছে জিম্মি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, সিন্ডিকেট ভেঙে এখন থেকে সিটি কর্পোরেশন নিজেই সরাসরি ওষুধ আমদানি করবে। দুপুরে গুলশান ক্লাবে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গে আলোচনায় মেয়র এসব কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ করছে সিটি করপোরেশন। এসময় সাংবাদিক প্রতিনিধিরা জানান, শুরু থেকে ডেঙ্গু নিয়ে সতর্ক ছিল না কর্তৃপক্ষ। সিটি করপোরেশনের উচিত জনগনের কাছে নিজেদের ব্যর্থতা স্বীকার করা। বক্তব্য বিবৃতি দেয়ার সময় দায়িত্বশীল ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সতর্ক থাকা উচিত বলেও জানান সম্পাদকরা।