খোলাবাজার ২৪,বুধবার,৩১জুলাই,২০১৯ঃ পিরোজপুর প্রতিনিধিঃ এম.ডি তানবির আহমেদ, বরিশাল অমৃত লাল দে কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ (গোল্ডেন) পেয়েছে। তানবির পিরোজপুর সদর উপজেলার ছোট জুজখোলা (বকুলতলা) গ্রামের আব্দুল হামিদ শেখ (অবঃ) এবং সাফিয়া হামিদ পুকলুর কনিষ্ঠ পুত্র ও সৌদি প্রবাসী এস.এম তরিকুল ইসলাম (প্রচার ও প্রকাশনা সম্পাদক -সৌদি আরব আওয়ামীলীগ) এর ছোট ভাই।সে ভবিষ্যতে একজন পরিসংখ্যানবিদ হতে চায়। তানবির আহমেদ সকলের দোয়া প্রত্যাশী।