Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার ২৪, শুক্রবার,২ আগস্ট,২০১৯ঃ  ডেঙ্গু নিধ‌নে শিগগিরই বি‌দেশ থে‌কে কার্যক‌রি ঔষধ আনা হ‌বে ব‌লে জা‌নিয়ে‌ছেন বাংলা‌দেশ আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের। শুক্রবার সকাল ১০টায় পূর্বঘো‌ষিত প‌রিচ্ছন্ন কর্মসূচী উদ্বোধনকা‌লে প্রধান অতিথির বক্ত‌ব্যে এ সব কথা বলেন তি‌নি।

‌ওবায়দুল কাদের ব‌লেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে বি‌ভিন্ন দে‌শে প্রয়োগ ক‌রে সফল হওয়া গেছে এমন কয়েকটি ওষুধের নাম এসেছে। এখন বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করছেন। ফলাফল ভাল হ‌লে এসব কার্যক‌রী ঔষধ বিদেশ থে‌কে আনা হবে।

সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাস্তবতাকে অস্বীকার করার কারণ নেই। ডেঙ্গু আজ ঢাকা ছা‌ড়ি‌য়ে সারাদেশে ছড়িয়ে পড়েছে। তি‌নি ব‌লেন, ৩১ জুলাই আমরা ডেঙ্গু নিধনের তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছি। শুক্রবার কর্মসূচির দ্বিতীয় দিবস। প্রধানমন্ত্রী লন্ডন থেকে সবাইকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। সবাই‌কে সচেতনামূলক ও সতর্কতামূলক নির্দেশ দিয়েছেন তি‌নি।

‌তি‌নি ব‌লেন, ডেঙ্গু শুধু আজ আমাদের দেশে নয় ফিলিপাইনে মহামারী আকার ধারণ করেছে। সেখানে অসংখ্য লোকের প্রাণহানি হয়েছে। আমাদের দেশে মিডিয়ার হিসাব মতে এ পর্যন্ত ১৭ হাজার লোক আক্রান্ত হয়েছে।

‌বিএন‌পির সমা‌লোচনার জবা‌বে ওবায়দুল কা‌দের ব‌লেন, বিএনপি শুধু কথা বলছে, বন্যায় ও ডেঙ্গু নিধ‌নে কোন ভূ‌মিকা তা‌দের নেই। আমরা কাজ কর‌ছি। ডেঙ্গু নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা ও অভিযান চলবে।

কর্মসূ‌চি‌তে বাংলা‌দেশ আওয়ামী লী‌গের কেন্দ্রীয় ও মহানগ‌রের নেতারা উপ‌স্থিত ছি‌লেন।