খোলাবাজার ২৪,শনিবার,০৩আগস্ট,২০১৯ঃ ভারতের ১৩তম রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘ভারতরত্ন’ উপাধিতে ভূষিত করা হচ্ছে।
৮ অগাস্ট প্রাক্তন এই রাষ্ট্রপতির হাতে ভারতরত্ন সম্মাননা তুলে দেয়া হবে। প্রণব মুখোপাধ্যায়কে এই উপাধিতে ভূষিত করবেন বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির এই সম্মানপ্রাপ্তিতে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি।
এক টুইট বার্তায় মোদি লিখেছেন, সমসাময়িককালে সেরা কূটনীতিক প্রণব বাবু। দশকের পর দশক নিঃস্বার্থভাবে দেশের সেবা করেছেন তিনি।
চলতি বছরের জানুয়ারিতে প্রণব মুখোপাধ্যায়কে ভারতরত্নের জন্য মনোনীত করেছিল ভারতের বর্তমান বিজেপি শাসিত সরকার।
ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে কার্যকাল শেষের পর ভারতরত্নের জন্য মনোনীত হন প্রণব মুখোপাধ্যায়।