Tue. Apr 20th, 2021

খােলাবাজার ২৪,সোমবার,০৫ আগস্ট ,২০১৯ঃ   আগস্ট ০৫, ২০১৯ তারিখে কক্সবাজার জেলার রামু’র ঈদগড় বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী উক্ত এজেন্ট ব্যাংকিং আউটলেট-এর উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপক জনাব মোঃ মোস্তফা খায়ের, ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক প্রধান জনাব মোঃ হাফিজুর রহমান, অলটারনেটিভ ডেলিভারী চ্যানেল ডিভিশনের প্রধান জনাব আলী নাহিদ খান ও ভিপি জনাব মোঃ ফরিদুর রহমান জালাল, ১ নং ঈদগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ ফিরোজ আহমদ ভুট্টো, ঈদগড় বাজার কমিটি সভাপতি জনাব মোঃ নুরুল হুদা, ঈদগড় বদর মোকাম দাখিল মাদ্রাসা ও হাই স্কুলের প্রতিষ্ঠাতা জনাব মোঃ নূরুল আলম ফেরদৌসি, ঈদগাও শাখার ব্যবস্থাপক জনাব মোঃ শাহাদাৎ হোসাইন এবং এজেন্ট মেসার্স হক ট্রেডার্সে স্বত্তাধিকারী জনাব মোঃ মোবারক হোসেন ফরাজী। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।