
খােলাবাজার ২৪,মঙ্গলবার,০৬ আগস্ট ,২০১৯ঃ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রবিউল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ আগস্ট) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রবিউলের বাড়ি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায়।
জানা গেছে, ঢাকা থেকে জ্বরে আক্রান্ত হয়ে রবিউল রানীশংকৈল উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে তাকে গত ৩০ জুলাই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যায় সে।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পরিচালক ডাঃ আবু মোঃ খয়রুল কবীর জানান, রবিউলের অবস্থা প্রথম থেকেই খারাপ ছিল। ডেঙ্গু কমপ্লিকেশনে আক্রান্ত হয়ে সে মারা যায়।
হাসপাতালে শিশুসহ ৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে। এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ১১৩ জন ভর্তি হয়। এর মধ্যে ৬৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।