
খােলাবাজার ২৪, শুক্রবার,০৯ আগস্ট ,২০১৯ঃ রাজধানীর বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। শুক্রবার (০৯ আগস্ট) হওয়ায় সকাল থেকেই ক্রেতা সমাগম দেখা গেছে রাজধানীর বিভিন্ন হাটে।
সকালের দিকে বেশিরভাগ ক্রেতাই আসছেন দাম যাচাই বাছাই করতে। বেপারিরা বলছেন, গো খাদ্যের দাম বাড়ায় পশু পালনে খরচ বেশি হলেও হাটে প্রত্যাশিত দাম পাচ্ছেন না তারা।
অন্যদিকে বিক্রেতারা বলছেন, অনেক বেশি দাম হাঁকাচ্ছেন ক্রেতারা। তবে বৃষ্টি না থাকায় আজ বেশ স্বস্তিতেই রয়েছেন ক্রেতা-বিক্রেতা। ব্যবসায়ীরা জানান, হাটগুলোতে দেশি পশুর পর্যাপ্ত সরবরাহ আছে।