Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, শুক্রবার,০৯ আগস্ট ,২০১৯ঃ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সরকার সে চেষ্টাই করছে। তিনি বলেন, ‘ঈদের সময় ডেঙ্গু যাতে সারা দেশে ছড়িয়ে না পড়ে, আমরা সে বিষয়টি নিয়েও সচেষ্ট আছি।’

ওবায়দুল কাদের আজ শুক্রবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের অবস্থা ও মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা আগেই বলেছি, কারো জ্বর জ্বর ভাব হলে তিনি যাতে গ্রামে যাওয়ার আগে রক্ত পরীক্ষা করে যান। ঈদের সময়টাকে আমরা বেশ গুরুত্বের সঙ্গে দেখছি। এ সময় অসাবধানতাবশত ডেঙ্গু রোগ সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। ঈদের সময়টাকে ডেঙ্গু নিয়ে আমাদের জটিল পরিস্থিতিতে পড়তে না হয়, সেই চেষ্টাই আমরা করছি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘ঈদের ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আমাদের প্রতিটি সেক্টর সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। সড়ক ও মহাসড়কে যাতে কোনো যানজটের সৃষ্টি না হয়, সেই জন্য আমরা আগেই থেকেই কার্যকর ব্যবস্থা নিয়ে রেখেছি।’

এডিস মশা নিধনে নতুন ওষুধ আমদানির বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, নতুন ওষুধ এসে গেছে। এখন ছিটানো শুরু হবে। পরিস্থিতি খুব শিগগির স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি।

সরকারের পাশাপাশি জনগণকে ডেঙ্গু রোগ বিষয়ে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা প্রত্যেক নাগরিক যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলে পরিস্থিতি খুব সজজেই মোকাবিলা করা সম্ভব।’

মন্ত্রী বলেন, ‘বন্যা ও বৃষ্টিতে যেসব সড়ক ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো এরই মধ্যে সংস্কার করা হয়েছে। কাজেই এবার আশা করছি যাতায়াতে মানুষের দুর্ভোগ হবে না।’