
ঈদের বিশেষ এ অফারের আওতায় হুয়াওয়ের ফোন কিনে ওয়াই সিক্স প্রো ২০১৯ পেয়েছেন একজন, ওয়াই ফাইভ লাইট পেয়েছেন ১১ জন, ওয়াই ম্যাক্স ফ্যাবলেট পেয়েছেন ৪ জন, নোভা থ্রি আই পেয়েছেন ৩ জন এবং হুয়াওয়ে ব্যান্ড বি২ পেয়েছেন ৩৪ জন। সবমিলিয়ে পুরষ্কার জিতেছেন ৫৩ জন।
‘কুল অফার প্লাসের’ আওতায় হুয়াওয়ে ফোনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া নির্দিষ্ট মডেলের হ্যান্ডসেট কিনলে ‘বাই ওয়ান উইন ওয়ান’ অফারের আওতায় লটারিতে আরেকটি মডেলের হ্যান্ডসেট জেতার সুযোগ থাকছে। আর ফোনের সাথে উপহার হিসেবে থাকছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, হেডফোন, ব্যান্ড এ১।
১ আগস্ট থেকে চালু হওয়া অফারটি চলবে ১৭ আগস্ট পর্যন্ত।