Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪, সোমবার,১৯আগস্ট ,২০১৯ঃ  অ্যাপেনডিক্স আমাদের দেহের এমন একটি অঙ্গ যা শরীর থেকে কেটে বাদ দিয়ে দিলেও মানুষ দিব্যি সুস্থভাবে বেঁচে থাকতে পারে। কিন্তু অ্যাপেনডিক্সে কোনো সংক্রমণ হলে বা কোনো ক্ষত তৈরি হলে তার জন্য মানুষের মৃত্যুর আশঙ্কাও তৈরি হয়।

বৃহদান্ত্র ও ক্ষুদ্রান্ত্রের সংযোগস্থলে ছোট্ট একটি থলির মতো এই অঙ্গটিতে কোনোভাবে খাদ্য কণা বা ময়লা ঢুকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। সময় মতো সংক্রমণ ঠেকাতে ব্যবস্থা না নিতে পারলে তা প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে।

অ্যাপেন্ডিক্সের সংক্রমণে যে পেটে ব্যথা হয়, এ কথা আমরা অনেকেই জানি। তবে অ্যাপেনডিসাইটিসে ঠিক কোন ধরনের ব্যথা হয় বা এর কী কী উপসর্গ দেখা দেয় তা কি জানেন? কী করে বুঝবেন অ্যাপেনডিসাইটিসের সংক্রমণের কারণেই পেটে ব্যথা হচ্ছে? আসুন জেনে নেয়া যাক…

উপসর্গ ও লক্ষণ

১) পেটে মূলত নাভির কাছ থেকে শুরু করে পেটের ডান দিকের নিচে পর্যন্ত এই ব্যথা ছড়িয়ে পড়ে।

২) পেটে ব্যথার সঙ্গে সঙ্গেই সারাক্ষণ বমি বমি ভাব,

৩) কিছু খেলেই ব্যথার চোটে বমি হয়ে বেরিয়ে যাওয়া,

৪) খিদে বোধ অস্বাভাবিক ভাবে কমে যাওয়া,

৫) কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার সমস্যা হঠাৎ করে বেড়ে যাওয়া,

৬) পেটের ব্যথার চোটে জ্বর আসা। তবে এ ক্ষেত্রে শরীরের তাপমাত্রা খুব বেশি হয় না,

৭) পেটের ডান দিকের নিচে মারাত্মক ব্যথা অনুভূত হলে আর পেট ফুলে উঠলে তা অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়ার কারণেও হতে পারে।