Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, বুধবার,২১আগস্ট ,২০১৯ঃমেহেদী হাসান,জবিঃ  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আসন্ন ১৪ই সেপ্টেম্বর ৬ষ্ঠ কাউন্সিলে পদ পেতে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) নেতা কর্মীরা বেশ ব্যস্ত হয়ে পড়েছেন। ইতিমধ্যেই কয়েকজন মনোনয়নপত্র ও পেয়ে গেছেন বিভিন্ন পদের জন্য।
প্রতিষ্ঠাকাল হতে ৪০ বছর অতিবাহিত হলেও সংগঠনটির শীর্ষ পদের জন্য বারবার আলোচনায় থেকেও মূল্যায়িত হচ্ছেন না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা।
বিএনপির বিভিন্ন কার্যক্রমে জবি ছাত্রদলের অবদানের কথা স্বীকার করলেও কমিটি গঠনের সময় বারবার অবহেলিতই থেকে যাচ্ছেন ইউনিটটির ত্যাগী নেতাকর্মীরা। অথচ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বিএনপির সুখ-দু:খে সব সময় ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছেন জবি ছাত্রদলের নেতাকর্মীরা। বরাবরের মতো এবারও কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদের জন্য জবি ছাত্রদলের নেতাকর্মীরা আলোচনায় শীর্ষে রয়েছেন।
জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল সামনে রেখে প্রার্থীদের মধ্যে জবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে, জবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মাহমুদ আলম সরদার কেন্দ্রীয় সভাপতি পদে, জবি সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে,জবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম তুলেছেন। জবি সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-বৃত্তি ও ছাত্রকল্যান সম্পাদক মাহামুদুল হাসান বাপ্পি সভাপতি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন । এছাড়া আরো অনেক নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, গত রবিবার মনোনয়নপত্র বিতরণের সময় শেষ হয়েছে । ১৯ ও ২০ আগস্ট মনোনয়নপত্র জমা নেয়া হবে। ছাত্রদলের কাউন্সিলের আয়োজন একটি উৎসবমুখর পরিবেশে হচ্ছে। আশা করছি, সুন্দর ও সেরা একটি কমিটি উপহার দিতে পারব।
প্রসঙ্গত ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। কাউন্সিল উপলক্ষে শনিবার থেকে নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। প্রথম দিনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১০ জন মনোননপত্র সংগ্রহ করেন।
পুনঃতফসিল অনুযায়ী, ১৯ ও ২০ আগস্ট মনোনয়নপত্র জমা নেয়া হবে। ৩১ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২২-২৬ আগস্ট যাচাই-বাছাই শেষে ২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ভোটের জন্য প্রচার চালাতে পারবেন। নির্বাচন পরিচালনার জন্য ছাত্রদলের সাবেক নেতা খায়রুল কবির খোকনের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি, ফজলুল হক মিলনের নেতৃত্বে পাঁচ সদস্যের বাছাই কমিটি এবং শামসুজ্জামান দুদুর নেতৃত্বে তিন সদস্যের আপিল কমিটি গঠন করেছে বিএনপি।