Tue. Oct 14th, 2025
Advertisements
খােলাবাজার ২৪, বুধবার,২১আগস্ট ,২০১৯ঃ২১ আগস্ট গ্রেনেড হামলায় কথিত জবানবন্দি দেন আলোচিত জজ মিয়া। সেদিন আদালতে আসলে কী ঘটেছিল তা গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

বুধবার (২১ আগস্ট) একটি শীর্ষ দৈনিককে দেয়া সাক্ষাৎকারে জজ মিয়া বলেন, ‘জবানবন্দি নেওয়া শেষে ম্যাজিস্ট্রেট বলেন,’তুমি রাজসাক্ষী হবে। যদি সই না দাও তাহলে তুমি আসামি হবে, তোমার ফাঁসি হবে।’

জজ মিয়া বলেন, ‘তখন আমি সই দিই। এরপর ওই রুমে বিরিয়ানির প্যাকেট আনা হয়। ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আমি বিরিয়ানি খাই। তারপর আমাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়।’