Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, বুধবার,২১আগস্ট ,২০১৯ঃ একুশে আগষ্টের ঘটনার বিচার করতে হলে এর মাষ্টার মাইন্ডদের বিচারের আওতায় আনতে হবে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২১ আগস্ট) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করে বলেন, এই হত্যাকান্ডের সাথে জড়িত তারেক রহমানের বিচার না হলে এই বিচারকাজ পরিপূর্ণ হবে না।

ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্টের মাস্টারমাইন্ড, প্ল্যানার, বিকল্প পাওয়ার হাউজ তারেক রহমান ফাঁসি হওয়া উচিত। তিনি যা করেছেন তার প্রাপ্য শাস্তিটুকু পেতে পারতেন

প্রসঙ্গত, ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাসবিরোধী এক জনসভায় দলটির সভাপতি শেখ হাসিনাকে লক্ষ্য করে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়।

সে হামলায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে প্রাণে রক্ষা করতে পারলেও ওই নৃশংস হামলায় নিহত হন বেগম আইভি রহমানসহ ২৪ জন।

আহত হন পাঁচ শতাধিক নেতাকর্মী।

জাতি আজ ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার দিনটি পালন করছে শোকের আবহে।