খােলাবাজার ২৪, বুধবার,২১আগস্ট ,২০১৯ঃ ইতিহাসের ভয়াবহতম গ্রেনড হামলার ১৫তম বার্ষিকীতে আজ ২১-৮-২০১৯ তারিখ হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর প্রধান কর্যালয়ে হামদর্দের চিফ মোতাওয়াল্ল¬ী ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া’র সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২০০৪ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আইভি রহমানসহ নিহত হন ২৪ জন নেতা-কর্মী। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সেদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে যাওয়ায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করা হয়। গ্রেনেড হামলায় শহীদদের আত্মার মাগফেরাত কামনাসহ ভবিষ্যতে যাতে এধরনের ঘৃনিত পৈচাশিক হামলা না ঘটে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।