খােলাবাজার ২৪, শনিবার ,২৪আগস্ট ,২০১৯ঃ সম্প্রতি হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর প্রধান কর্যালয়ে হামদর্দের চিফ মোতাওয়াল্ল¬ী ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া’র সভাপতিত্বে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর বি.ইউ.এম.এস এবং বি.এ.এম.এস ডিগ্রীধারী চিকিৎসকদের সমন্ব^য়ে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ফ্যাকাল্টি আব ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিস্টেম আব মেডিসিন এলাইমনাই এসোসিয়েশন গঠন করা হয়। ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের উন্নয়নের বৃহত্তর স্বার্থে ডিগ্রী অর্জনকারী হাকীম ও কবিরাজদের সরকারী চাকুরিসহ বিভিন্ন পেশাদারী সুযোগ সুবিধা আদায়ের লক্ষ্যে এই এলাইমনাই এসোসিয়েশন গঠন করা হয়। সভায় ডাঃ মোঃ মিজানুর রহমানকে আহ্বায়ক এবং আব্দুল্লা আল মামুনকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট পূর্ণঙ্গ কমিটি গঠন করা হয়।