Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪, শনিবার ,২৪আগস্ট ,২০১৯ঃ নাটোরের গুরুদাসপুরে প্রেম করে বিয়ের দুই মাসের মাথায় দাম্পত্য কলহের জেরে এক দম্পতি আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ওই দম্পতি।
নিহতরা হলেন, গোপিনাথপুর গ্রামের কৃষক রেজাউল ইসলামের ছেলে আবু হাসান (১৯) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (১৬)।

জানা যায়, শনিবার ভোরে নাটোর সদর হাসপাতালে স্বপ্না ও আবু হাসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু অপমৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, দুই মাস আগে রাজশাহীর পুঠিয়ার শফিকুল ইসলামের মেয়ে স্বপ্নার সাথে গুরুদাসপুরের গোপিনাথপুর গ্রামের আবু হাসানের প্রেমের সম্পর্ক ধরে বাল্যবিয়ে হয়। কিন্তু মাঝে মধ্যেই তাদের মধ্যে মান অভিমান চলতো। এক পর্যায়ে শনিবার ভোরে এক সঙ্গে ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন তারা।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম জানান, স্বামী-স্ত্রীর মধ্যে কলহ ও মান অভিমানকে কেন্দ্র করে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।