Tue. Oct 14th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, রবিবার,২৫আগস্ট ,২০১৯ঃ সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব ২১ নারী দলকে পৃষ্ঠপোষকতা করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ। এই ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ সামনে রেখে সম্প্রতি মওলানা ভাসানী হকি স্টেডিয়াম, ঢাকায় বাংলাদেশ অনূর্ধ্ব ২১ নারী দল ও ভারতের সাই ন্যাশনাল হকি একাডেমী নারী দলের মধ্যে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ জাফর উদ্দীন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী।