
খােলাবাজার ২৪, বৃহস্পতিবার,২৯আগস্ট ,২০১৯ঃ কারাগার কর্তৃপক্ষের কাছে খবর ছিল কয়েদীরা কারাগারে মোবাইল ফোন পাচারের সঙ্গে যুক্ত। তাই তারা এ বিষয়ে কড়া নজর রাখছিল। এরই মধ্যে এক কয়েদীর পেটে পাওয়া গেল মোবাইল ফোন।
জানা গেছে, ওই কারাগারের ৪ নং ঘরের কয়েদী ছিলেন অভিযুক্ত যুবক। মোবাইলটি গিলে ফেলার পর চিকিৎসকরা বমির মাধ্যমে তার শরীর থেকে সেটি বের করেন।