খােলাবাজার ২৪, বৃহস্পতিবার,২৯আগস্ট ,২০১৯ঃ ২৮ আগস্ট ২০১৯ তারিখে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তাদের অংশগ্রহণে ৫দিনব্যাপী ‘জেনারেল ব্যাংকিং অপারেশনস’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সনদ প্রদান করেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জহুরুল হক, চট্টগ্রামের আঞ্চলিক প্রধান জনাব মোঃ হাফিজুর রহমান, ইন্টারনাল কন্ট্রোল এন্ড কম্প্লায়েন্স ডিভিশনের প্রধান জনাব মোঃ ইয়াহিয়া খান, চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অনুষদ সদস্য জনাব মোঃ রেদওয়ান উল্লাহ উপস্থিত ছিলেন।