Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, বৃহস্পতিবার,২৯আগস্ট ,২০১৯ঃ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২৮ আগস্ট, ২০১৯ বুধবার ব্যাংকের কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ও বিডিবিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মেজবাহউদ্দিন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে এবং ব্যাংকের পরিচালকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ম্যানেজিং ডিরেক্টর এর অতিরিক্ত দায়িত্বে মোঃ আবদুল মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন। সভায় সার্বিক সহযোগিতায় ছিলো বঙ্গবন্ধু পরিষদ বিডিবিএল শাখা, বিডিবিএল অফিসার্স এসোসিয়েশন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, বিডিবিএল শাখা ও বিডিবিএল এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ)।