Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, বৃহস্পতিবার,২৯আগস্ট ,২০১৯ঃ পিরোজপুর জেলা প্রতিনিধিঃ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুকে ৭৫ সালে নিষ্ঠুর ভাবে খুন করে একাত্তরের পরাজিত শক্তিরা আমাদের দেশকে পাকিস্তানী ভাবধারায় পরিচালনা করার অপপ্রয়াস চালিয়েছিলো। জিয়া, এরশাদ ও খালেদা জিয়া তাদের শাসন আমলে মুক্তিযুদ্ধের ইতিহাস তথা স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর ভূমিকা বিকৃত করার নানা কুটকৌশল চালায়। মুক্তিযুদ্ধের বর্ণাঢ্য ইতিহাস আজ নতুন প্রজম্মকে জানিয়ে তাদের আগামী দিনের নেতৃত্ব দানের উপযোগী করে গড়ে তুলতে হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরে বঙ্গবন্ধু’র ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে “বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, ৭৫ থেকে ৯৬ পর্যন্ত ২১ বছর ধরে এ দেশে জাতীর জনক বঙ্গবন্ধু’র ৭ই মার্চের ভাষণ প্রচার ও বঙ্গবন্ধুর নাম উচ্চারণে বাঁধা দিয়ে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হয়েছিল। তখন রাজাকারদের মন্ত্রী বানানো হয়, যুদ্ধাপরাধী, ধর্ষণকারী ও খুনিদের মুক্ত করে দেয়া হয়। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ছাত্রদের বিনা বেতনে পড়া, বিনামূল্যে বই বিতরণ করে আগামী প্রজন্মকে সুশিক্ষিত করার যে উদ্যোগ নিয়েছেন তারই ধারাবাহিকতায় অচিরেই প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের সরকারি ভাবে দুপুরের খাবার দেয়ার ঘোষণা দিয়েছেন।
পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরীর ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে “বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও শেরে বাংলা পাবলিক লাইব্রেরীর সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও লাইব্রেরীর সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা নকীব। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের কয়েক শত শিক্ষার্থী অংশ নেয়।