তৃতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ১৭০ রানে পিছিয়ে ছিলো শ্রীলঙ্কা। বৃহস্পতিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় দিনের ৪ উইকেটে ১০১ রান নিয়ে খেলতে নেমে সাবধানী শুরু করে লঙ্কানরা।
দলীয় ১৪১ রানে ব্যক্তিগত ৪০ রান করে আউট হন প্রমোদ মাদুয়ান্থা। এরপর ১৮ রান করে ফেরেন রামেশ মেন্ডিস।
তবে এক প্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি তুলে নেন আসেন বান্দারা। বৃষ্টি বিঘ্নিত দিনে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৯০ রান তুলে দিন শেষ করে শ্রীলঙ্কা ইমার্জিং দল।
বান্দারা ৫৭ ও করুনারত্নে ৮ রানে অপরাজিত থেকে শুরু করেন চতুর্থ দিনের খেলা।
আগের দিন নাঈম হাসান চারটি উইকেট তুলেন। অন্যদিকে এদিন একটি করে উইকেট শিকার করেছেন শফিকুল ইসলাম ও তানভির ইসলাম।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৬০ রান করে বাংলাদেশ ইমার্জিং দল।
স্কোর: বাংলাদেশ ৩৬০ ও ১০২/৪, শ্রীলঙ্কা ২৪৪।