Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪, শনিবার ,৩১ আগস্ট ,২০১৯ঃ জম্মু কাশ্মীর থেকে বাতিল করা হয়েছে ৩৭০ ধারা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকার। কারণ এই অভিনেত্রীর শ্বশুর-শ্বাশুড়ির সঙ্গে গত তিন সপ্তাহ ধরে তার স্বামীর কোনও যোগাযোগ নেই।
সদ্য কংগ্রেসে যোগ দেওয়া উর্মিলা বলেন, তার স্বামী মহসিন আখতার মীর কোনোভাবেই তার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। অথচ মীর এবং তিনি ক্রমাগত কাশ্মীরে বসবাসকারী তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উর্মিলা আরও বলেন, আমার শ্বশুর-শাশুড়ি দু’জনেই অসুস্থ। উচ্চ রক্তচাপ তাদের সব সময়ের সঙ্গী। কিন্তু তাদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত ওষুধ রয়েছে কি না, সে বিষয়েও তারা কিছু জানতে পারছেন না।