
শনিবার দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে খুলনায় ডেঙ্গু আক্রান্ত ৭ জনের মৃত্যু হলো।
শিল্পী বেগম জেলার তেরখাদা উপজেলার আঠালিয়া গ্রামের সাহেব আলীর স্ত্রী।
হাসপাতালের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডেঙ্গু রোগী শিল্পী বেগম শুক্রবার বিকাল সাড়ে ৪টায় হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর দেড়টায় তিনি মারা যান। তিনি সাম্প্রতিক সময়ে ঢাকায় যাননি। স্থানীয়ভাবেই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।