এ সময় মন্ত্রী সড়ক ও জনপদ বিভাগসহ এলজিইডি’র কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ইতোমধ্যে চলমান বিভিন্ন উন্নয়ন কাজের গুনগতমান নিয়ে আমার কাছে অনেক অভিযোগ আছে। কোন ভাবেই কাজের গুনগতমান নিশ্চিত না করে ঠিকাদারী প্রতিষ্ঠানকে বিল দেয়া যাবে না।
ঠিকাদারদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা যারা ব্যবসা করবেন করেন তাতে আমার কোন আপত্তি নাই কিন্তু ব্যবসার পরিমানটা কোন ভাবেই যেন রিজনেভল অংকের বাহিরে চলে না যায়। ২০ ভাগ লাভ করেন, সর্বোচ্চ ৩০ ভাগ করেন কিন্তু ৩০ ভাগ কাজ করবেন আর ৭০ভাগ খাবেন। আমি যতদিন এমপি আছি ততদিন এটা হবে না।
সড়ক ও জনপদ বিভাগের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমনরে সভাপতিতে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতার, জেলা পরিষদের সদস্য তুহিন হালদার তিমির, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, কৃষক লীগের কেন্দ্রীয় আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপস প্রমূখ।
পরে মন্ত্রী নাজিরপুর ষ্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুননেছা মুজিব জাতীয় গোল্ড কাপ অনুর্ধ্ব ১৭ যুব ও মহিলা ফুটবলারদের খেলা উদ্বোধন করেন।