Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,সোমবার, ২সেপ্টেম্বর, ২০১৯ঃ মোঃরাসেল মিয়াঃ নরসিংদীপ্রতিনিধিঃ নরসিংদীতে মাসব্যাপী ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের দেশীয় তৈরী নানান পণ্য নিয়ে প্রদর্শনী ও মেলার উদ্বোধন করা হয়েছে।
মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৬০টির বেশি স্টল অংশ নিচ্ছে। মাসব্যাপী এই আয়োজনে দেশীয় তৈরী নানা পণ্য প্রদর্শিত হবে এ মেলায়।
আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থা ও নরসিংদী চেম্বারের যৌথ আয়োজনে আজ সোমবার সকালে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের সামনে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থা (আমউস) এর সভাপতি রাখি মনি সিনহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলী হোসেন শিশির,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, ভাইস প্রেসিডেন্ট মোঃ জাকির হোসেন, পরিচালক পরশ সুত্র ধর, আল মুজাহিদ হোসেন তুষার, মমিনুল হক প্রমুখ।